চট্টগ্রামের বাঁশখালীতে অনুরূপা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে বৃহস্পতিবার অনুষ্টিত হয় ।
অনুরূপা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান লে. কর্নেল (অব.) তপন মিত্র চৌধুরীর সভাপতিত্বে প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শহীদুল আলম চৌধুরী বুলবুল , বিশেষ অতিথি ছিলেন-সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কে.এম.সালাহউদ্দীন কামাল, বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. মঈনউদ্দীন, অনুরূপা ফাউন্ডেশনের পরিচালক বিজয় লক্ষী মিত্র চৌধুরী, শিক্ষিকা রত্না দে, প্রদ্যুৎ মিত্র চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে ৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে নগদ বৃত্তি প্রদান করা হয়।