শনিবার, ২১ জুন ২০২৫, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে নিবন্ধিত জেলের মাঝে বকনা বাছুর বিতরণ বাঁশখালীতে পাহাড়ধস এর প্রেক্ষিতে ট্রিগার থেশহোল্ড বিষয়ক বৈধকরণ সভা বাঁশখালী‌তে দু‌র্যোগ ব‌্যবস্থাপনা ক‌মি‌টির সদস‌্যদের প্রশিক্ষণ কর্মশালা বাঁশখালী‌তে অনুরূপা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান দেশের প্রথম আবহাওয়া ক্লাবের বাঁশখালীতে উদ্বোধন ও আবহাওয়া দিবস উদযাপন বাঁশখালীতে ২৯ এপ্রিল স্মরণে আলোকচিত্র প্রদর্শনী বাঁশখালী‌তে মে দিব‌সে শ্রমিকদলের র‌্যালী ও সমাবেশে বাঁশখালীতে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‌্যালী ও আলোচনা বাঁশখালীতে প্রতিভা সন্ধানী বৃত্তি প্রাপ্তদের পুরস্কার বিতরণ সম্পন্ন বাঁশখালী‌তে কৃষক‌দের মা‌ঝে উফশী আউশ বীজ ও রাসায়‌নিক সার বিতরণ

বাঁশখালীতে পাহাড়ধস এর প্রেক্ষিতে ট্রিগার থেশহোল্ড বিষয়ক বৈধকরণ সভা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১২৯ জন পড়েছেন

বাঁশখালীতে পাহাড়ধস এর প্রেক্ষিতে ট্রিগার থেশহোল্ড বিষয়ক বৈধকরণ সভা মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলা অফিসার্স কাব হলরুমে অনুষ্ঠিত হয়। জার্মান ফেডারেল ফরেন অফিস (জিএফএফও)’ র অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন ‘র সার্বিক সহায়তায়, রাইমস এর কারিগরি সহায়তা এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন- ইপসা বাস্তবায়নাধীন “জিএফএফও- মাল্টি হ্যাজার্ড এন্টিসিপেটরি এ্যাকশন ইনিসিয়েটিভস ইন বাংলাদেশ” প্রকল্পের উদ্যোগে “লোকাল লেবেল ট্রিগার থেশহোল্ড ভ্যালিডেশন ফর ল্যান্ডস্লাইডস এন্টিসিপেটরি এ্যাকশন ইন বাঁশখালী” বিষয়ক বৈধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. জামসেদুল আলম, প্যানেল আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মুহিবুল্ল্যাহ,চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহজালাল মিশুক,বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.জসিম উদ্দিন, উপজেলা কৃষি অফিসার শ্যামল চন্দ্র সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুপন নন্দী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌসিব উদ্দিন,জলদী অভয়ারন্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ। এতে ইপসার প্রজেক্ট ম্যানেজার সানজিদা আক্তার শুভেচ্ছা বক্তব্য ও সেভ দ্য চিলড্রেন অফিসার (এন্টিসিপেটরি এ্যাকশন) আকফারুজ্জামান রুবেল সমাপনী বক্তব্য প্রদান করেন। অনুষ্টানের শুরুতে ল্যা-স্লাইডস ইটস ট্রিগারস এ- থেশহোল্ড বেইসড অন ওয়েদার ফোরকাস্টস বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল (বিএমডি) এবং ট্রিগার থ্রেসহোল্ড আইডেন্টিফাইড থ্রো রিসার্চ অন ল্যা-স্লাইডস কজেস ইন বাঁশখালী বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন রিসার্চ ফেলো (চবি) জান্নাতুল ফেরদৌস।
ইপসার প্রজেক্ট অফিসার মুহাম্মদ আতাউল হাকিম ও উন্নয়ন, সংবাদকর্মী কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় এ সময় সরকারি আলাওল কলেজের প্রভাষক মোঃ কাউছার, ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার মিজানুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রকৌশলী লিপটন ওম,সিপিপির দায়িত্বরত মিঠু কুমার দাশ, বৈলছড়ির প্যানেল চেয়ারম্যান বিকাশ দত্ত, সাধনপুরের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ এজাজ,ইপসার প্রজেক্ট অফিসার মাহিনুর আক্তার,ইপসার প্রজেক্ট অফিসার (মেইল) শাহরিয়ার আলম, এপিও রিয়াজ উদ্দিন তালুকদার, মুহাম্মদ এনামুল ইসলাম প্রমুখ শিক্ষক, সিভিল সোসাইটি, কমিউনিটির প্রতিনিধিসহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।
প্রেজেন্টেশন ও প্যানেল আলোচকদের আলোচনায় উঠে আসে পাহাড়ধস চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পাহাড়ধসের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, একইসাথে এটি পরিবেশগত ও মানবিক সমস্যাও হিসেবেও চিহ্নিত হয়ে আসছে। এই সমস্যার প্রেক্ষিতে আগাম প্রদক্ষেপ গ্রহণে ট্রিগার থেশহোল্ড নির্ধারণ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গবেষণায় উঠে আসে বাঁশখালী উপজেলা দৈনিক অর্থাৎ ২৪ ঘন্টায় গড়ে ১১০/১৩০ মি.মি বৃষ্টিপাত হয় সেটি অবশ্যই ট্রিগার হিসেবে বিবেচিত হবে, সেক্ষেত্রে আগাম সতর্ক ব্যবস্থা নিরূপণ করার মধ্যে দিয়ে খুব সল্প সময়ে ঝুঁকি নিরূপণ করে মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা যায় এবং সামগ্রিক ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়। উল্লেখিত গবেষনায় ট্রিগার, থেশহোল্ড নির্ধারণে স্থানীয় জলবায়ু পরিবর্তন, বৃষ্টিপাত/ ভূমিধসের অতীত রেকর্ড, ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহ যেমন মাটির ধরণ, ঢাল, উদ্ভিদ আচ্ছাদন, বিজ্ঞান ভিত্তিক ব্যাখা এবং স্যাটেলাইট তথ্য সংযোজিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যের একটি গবেষণা দল, বাংলাদেশ আবহাওয়া ও সসম্প্রসারণ অধিদপ্তর, জিআইএস/ রিমোট সেন্সিং ডেটা, স্যাটেলাইট ডেটা সংগ্রহ, মাঠ পর্যায়ে পরামর্শক সভা, এফজিডি , কে আই আই সহ বিভিন্ন উৎসের ভিত্তিতে ট্রিগার থ্রেশহোল্ড নির্ধারণ করেছে। বৈধকরণ সভার প্রধান অতিথি বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলম বলেন, এন্টিসিপেটরি এ্যাকশন প্রকল্পের মাধ্যমে সেভ দ্য চিলড্রেন এবং ইপসার গবেষণার মাধ্যমে ট্রিগার থ্রেসহোল্ড নির্ধারণ করেছে সেটি পাহাড়ধসের আগাম সতর্কতা ব্যবস্থাকে শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি পাশাপাশি মানুষের জীবন ও সম্পদ বাঁচাতে এন্টিসিপেটরি এ্যাকশন প্ল্যান/প্রটোকল তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মতামত ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
kallyan
error: Content is protected !!