বাঁশখালীর ঋষিধামে শ্রীগুরু সংঘের সভাপতি লায়ন প্রফুল্ল রঞ্জন সিংহ এর প্রয়ানে প্রার্থনা সভা গতকাল শুক্রবার (১২ মার্চ) সকালে অনুষ্টিত হয়।বাঁশখালী ঋষিধাম এর মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের সভাপতিত্বে অনুষ্টানে বক্তব্য রাখেন রাউজান পৌরসভার সাবেক মেয়র দেবাশীষ পালিত, এডভোকেট অনুপম বিশ্বাস, শিল্পপতি অলক দাশ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শ্যামল দাশ, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম,অধ্যাপক বিপ্লব পাল,নেপাল কান্তি গুহ,এডভোকেট চন্দন বিশ্বাস, তাপস কুমার নন্দী, ডা:আশীষ কুমার শীল, তড়িৎ কান্তি গুহ, অলক দাশ, ঝুন্টু কুমার দাশ ,প্রদীপ কুমার গুহ, সুজন কর। এডভোকেট কাঞ্চন বিশ্বাসের সঞ্চালনায় সভায় ব্ক্তারা বলেন লায়ন প্রফুল্ল রঞ্জন সিংহ ছিলেন একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা। দেশের প্রতিটি ধর্মীয় প্রতিষ্টানের উন্নয়নে তাঁর ভুমিকা ছিল স্মরণ রাখার মত। তিনি বাঁশখালীর ঋষিধামের উন্নয়নে অনেক ত্যাগ করে গেছেন।