চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যভাষা বিভাগের সহকারী অধ্যাপক জগৎজ্যোতি বড়ুয়া ও ইতি বড়ুয়ার বিবাহোত্তর মাঙ্গলিক পূণ্যানুষ্ঠান উপলক্ষে অষ্টপরিস্কার সহ সংঘদান অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে পৌরসভার উত্তর জলদী চিত্তারঞ্জন বড়ুয়া ও ও নিহারপ্রভা বড়ুয়ার বাড়িতে অনুষ্ঠিত অষ্টপরিস্কার সহ সংঘদানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য এয়োদশ সংঘরাজ শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথেরো। এসে সভাপতিত্ব করেন উপসংঘরাজ শাসনভাস্কর শাসনপ্রিয় মহাথের। অনুষ্ঠানের উদ্ভোধক ছিলেন জিনরতন মহাথের, সদ্ধর্মভাষন করেন জ্ঞানমিত্র মহাস্থবির,করুনানন্দ ভিক্ষু, রতনানন্দ ভিক্ষু, জয়জ্যোতি ভিক্ষু, শীলজ্যোতি ভিক্ষু, বোধিরতন ভিক্ষু, সুভদ্র ভিক্ষু, চট্টগ্রাম ইউএসটিসির প্রাক্তন উপাচার্য প্রফেসর ডা: প্রভাত চন্দ্র বড়ুয়া , উখিয়ার ঘুমধুম ইউপির সাবেক চেয়ারম্যান অরবিন্দু বড়ুয়া সিকদার, বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া ,পরিতোষ বড়ুয়া ,ডা:দীপক বড়ুয়া প্রমুখ। অনুষ্টানে পঞ্চশীল প্রার্থনা করেন ডা: প্রভাস চন্দ্র বড়ুয়া । অষ্টপরিস্কার সহ সংঘদান অনুষ্টানে প্রধান অতিথি বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য এয়োদশ সংঘরাজ শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাথেরো বলেন,ধর্ম অনুশীলন ও চর্চার মাধ্যমে নিজেকে পরিশ্রদ্ধা করা সম্ভব। সকল ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে বৌদ্ধ সমাজ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি দানের জন্য সবাইকে প্রতিমাসে অথবা সপ্তাহে উপার্জন থেকে একটি পরিমান বরাদ্দ রেখে সেখান থেকে দান ও পুণ্যা কার্য করার আহবান জানান ।