বাঁশখালী সমিতি চট্টগ্রামের উদ্যোগে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ, দুস্থ রোগীদের মাঝে নগদ অর্থ সহায়তা ও বিভিন্ন শিাপ্রতিষ্ঠানে চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।শনিবার বাঁশখালী সমিতি চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার। এ সময় সাথে ছিলেন ছিলেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক লায়ন এম আইয়ুব, অর্থ সম্পাদক লায়ন নাসিমুল আহসান চৌধুরী জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবু ওবাইদা আরাফাত, যুগ্ম সম্পাদক নাফিজ মিনহাজ, তথ্য ও গবেষণা সম্পাদক ডা. আসিফুল হক, মালেকুজ্জামান রাজু, সাংবাদিক কল্যাণ বড়ুয়া, সাংবাদিক আবু বক্কর বাবুল, সাংবাদিক মিজান বিন তাহের, সহ দায়িত্বশীল কর্তকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, বাঁশখালী সমিতি চট্টগ্রাম সব সময় মানবিক কার্যক্রম করে থাকে। বিগত দিনে হাসপাতালে অক্সিজেন ও ঔষধ প্রদান করেছিল। আজ ভর্তিকৃত রোগীদের উন্নত খাবার ও অসহায় রোগীদের অর্থ সহায়তা প্রদান করছে। খাবার অর্থ প্রদান শেষে হাসপাতালের অভ্যান্তরে একটি আমের চারা রোপন করেন এবং এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টারে গাছের চারা প্রদান করেন তারা।