বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়নে, জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউ এফ পি) কারিগরী সহযোগিতায়, হেলেন কেলার ইন্টারন্যাশনাল সহযোগীতায় গত মঙ্গলবার উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে অবহিতকরণ সভা অনুষ্টিত হয়। ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডি) ২য় পর্যায় প্রকল্পের কর্মসূচি উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা ও কার্ড প্রদান করে উদ্বোধনী অনুষ্টান বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর চট্টগ্রাম জেলা উপ পরিচালক , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ স্বাগত বক্তব্য রাখেন । এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়য়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল ইক চৌধুরী, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো: কফিল উদ্দিন, শীলকুপ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, সাংবাদিক কল্যাণ বড়য়া সহ ইউনিয়ন পরিষদের সচিবদ্বয় ও উপজেলা ভিজিডি কমিটির সদস্যগন সহ ও আইসিভিজিডি সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন। সভায় প্রকল্পের তথ্য উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন হেলেন কেলার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম অঞ্চলের ট্রেনিং ম্যানেজার মাহবুবা আক্তার, সভায় সঞ্চালনা করেন হেলেন কেলার ইন্টান্যাশনাল চট্টগ্রাম অঞ্চলের ট্রেইনিং অফিসার মারিয়া সুলতানা, সহায়তায় ছিলেন ট্রেইনিং অফিসার পলি আবেদিন এবং মোঃ ফজলুল কাদের। হেলেন কেলার ইন্টারন্যাশনাল মাধ্যমে আইসিভিজিডি প্রকল্প পরিচিতি, ভিজিডি কর্মসূচির পরিচিতি, আইসিভিজিডি প্রকল্প, প্রকল্পের উদ্দেশ্য, মূল কার্যক্রম ১ম পর্যায়ের সফলতা সম্পর্কিত ভিডিও দেখানো হয়। এ ছাড়া প্রকল্প বাস্তবায়ন পদ্ধতি ও দায়িত্বাবলী, উপজেলা ভিজিডি কমিটির দায়িত্ব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যপরিধি, লীড এনজিও এর দায়িত্ব, ইউনিয়ন ভিজিডি কমিটির দায়িত্ব, বাস্তবায়নকারী এনজিওদের দায়িত্ব, কন্টাক্ট উইমেনের দায়িত্ব ও প্রকল্প পরবর্তী কার্যক্রম সংপর্কে আলোচনা করা হয়। আইসিভিজিডি ২য় পর্যায় কর্মসূচির সুধিাভোগীদের কার্ড প্রদানের মাধ্যমে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীসহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তরা এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।