বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় চট্টগ্রামের বাঁশখালীর ৯টি বৌদ্ধ বিহারে অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হয়। দুইদিন ব্যাপী অনুষ্টান মালার রবিবার সকালে বুদ্ধ পুজা, সীবলী পুজা, অষ্ট উপকরণ দান, পঞ্চশীল অষ্টশীল গ্রহন করা হয় বাঁশখালী পৌরসভাস্থ জলদী ধর্মরতœ বিহার, শীলকুপ জ্ঞানোদয় বিহার, দক্ষিণ জলদী বিবেকারাম বিহার, বাঁশখালী কেন্দ্রীয় শীলকুপ চৈত্য বিহার, কাহারঘোনা মিনজীরিতলা সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহার, পুইছড়ি চন্দ্রজ্যোতি বিহার, জলদী প্রজ্ঞাদর্শন মেড়িটেশন সেন্টার ও বিহার, জলদী কেন্দ্রীয় ধর্মচক্র প্রগতি বিহার, জলদী সার্বজনীন বোধিচৈত্য বিহারে। পরে বিকালে অন্যান্য ধর্মীয় কার্যাদি সহ আকাশ প্রদীপ (ফানুস) উড়ানো হয়। বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী ,উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালীব সাদলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান চৌধুরী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন, বাঁশখালী বৌদ্ধ সমিতি সাধারণ সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ বাঁশখালীর বিহারগুলো পরিদর্শণ এবং আকাশ প্রদীপ (ফানুস) উড়ানো তে অংশ গ্রহন করেন।
এদিকে বাঁশখালী শীলকুপ জ্ঞানোদয় বিহারে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে পুরস্কার বিতরণ বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি অধ্যক্ষ শ্রীমৎ রাহুলপ্রিয় মহাস্থবির এর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান চৌধুরী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন, বাঁশখালী বৌদ্ধ সমিতি সাধারণ সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া। এ সময় শিক্ষক সুব্রত বড়ুয়া,দেবপ্রিয় বড়ুয়া ,যুবলীগ নেতা আবদুর রশিদ,কাউন্সিলর আবদুল গফুর, জাহাঙ্গীর আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাঁশখালী পৌরসভাস্থ জলদী ধর্মরত্ন বিহারে অধ্যক্ষ শ্রীমৎ ধর্মপাল মহাস্থবির এর সভাপতিত্বে, বাঁশখালী কেন্দ্রীয় শীলকুপ চৈত্য বিহারে অধ্যক্ষ শ্রীমৎ দেবমিত্র মহাস্থবির এর সভাপতিত্বে, বাঁশখালী দক্ষিণ জলদী বিবেকারাম বিহারে অধ্যক্ষ শ্রীমৎ তিলোকানন্দ মহাস্থবির এর সভাপতিত্বে,বাঁশখালী কাহারঘোনা মিনজীরিতলা সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারে অধ্যক্ষ শ্রীমৎ মৈত্রীজিৎ স্থবিব এর সভাপতিত্বে,বাঁশখালী পুইছড়ি চন্দ্রজ্যোতি বিহারে ভদন্ত আনন্দবোধি মহাস্থবির এর সভাপতিত্বে,বাঁশখালী জলদী প্রজ্ঞাদর্শন মেড়িটেশন সেন্টারে অধ্যক্ষ শ্রীমৎ জ্ঞানেন্দ্রিয় স্থবির এর সভাপতিত্বে, জলদী সার্বজনীন বোধিচৈত্য বিহারে অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞা রতন ভিক্ষুর সভাপতিত্বে ধর্মীয় কার্যাদি সম্পন্ন করা হয়। অপরদিকে বাঁশখালী জলদী কেন্দ্রীয় ধর্মচক্র প্রগতি বিহারে অধ্যক্ষ শ্রীমৎ সুমঙ্গল ভিক্ষুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান চৌধুরী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন, বাঁশখালী বৌদ্ধ সমিতি সাধারণ সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডা: প্রভাত চন্দ্র বড়ুয়া । বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক লায়ন দীপক কুমার বড়ুয়ার সঞ্চালনায় এ সময় অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মো: খোরশেদ আলম, পৌরসভার প্যানেল মেয়র কাঞ্চন কুমার বড়ুয়া,কাউন্সিলর রুজিয়া আকতার, আবদুল গফুর, মে: আক্তার হোসেন, সুবোধ বড়ুয়া, তপন বড়ুয়া. পরিতোষ বড়ুয়া প্রমুখ। বাঁশখালীতে শান্তিপুর্ণ ভাবে প্রবারণা পূর্ণিমা সম্পন্ন হওয়ায় বাঁশখালী বৌদ্ধ সমিতি সাধারণ সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।