চট্টগ্রামের বাঁশখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা উপজেলা পরিষদ ভবন হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফির সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.কামাল উদ্দীন, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, বীর মুক্তিযোদ্ধা আহমদ ছফা, অফিস সহকারী শিহাব উদ্দীন তালুকদার,প্রশিক্ষক নোমানুল হক, জেয়াসমিন আকতার সুমি প্রমুখ। এ সময় প্রধান অতিথি বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহন করেছে। তারই ধারাবাহিকতায় দেশের প্রতিটি ক্ষেত্রে এখন মহিলাদের অংশগ্রহনে উন্নয়ন ও অগ্রযাত্রা অভ্যাহত রয়েছে বলে দিনি অভিমত ব্যক্ত করেন। এ সময় উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ শীর্ষক প্রকল্পের আওতায় ৫০ জন নারীর মাঝে জনপ্রতি ১২ হাজার টাকার চেক বিতরণ করা হয়৷