বাঁশখালীর শ্রীমদভগবদগীতা গীতা প্রচার কমিটি এর নবগঠিত কমিটির পরিচিতি সভা, শিক্ষক সম্মাননা ও অভিভাবক সমাবেশ শুক্রবার অনুষ্টিত হয়। উত্তর ও দক্ষিণ জলদি শীতলা কালী বাড়িতে অধ্যাপক তুষার কান্তি ভারতী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,বাঁশখালী উপজেলার সভাপতি ও পৌরসভার কাউন্সিলর প্রনব কান্তি দাশ, বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিমল কান্তি দেব,বাংলাদেশ কৃষি ব্যাংক অবঃ কর্মকর্তা চিত্ত সুশীল, শ্রীমদভগবদগীতা প্রচার কমিটির উপদেষ্টা উওম দে, প্রতিষ্ঠাতা ও গীতা শিক্ষক রিকু সুশীল,সংবর্ধিত অতিথি ছিলেন বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হারাধন কান্তি দাশ,শ্রীমদভগবদগীতা পাঠক ও শিক্ষক মিশন বিশ্বাস, কাজল চক্রবর্তী, প্রদীপ দাশ,বাগিশীক সভাপতি সাগর সুশীল, সাংগঠনিক সম্পাদক ছোটন জলদাশ, বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ, সাধনপুর ইউনিয়ন সভাপতি সুজন দে, বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ বাঁশখালী উপজেলার সহ অর্থ সম্পাদক সমীর কান্তি দাশ, বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ পুঁইছড়ি ইউনিয়নের সাধারণ সম্পাদক মাইকেল সিকদার, প্রবাসী দাতা সদস্য বাবু সুশীল, শিবু সুশীল।
বক্তব্য রাখেন দ:জলদী আস্করিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা মল্লিক,খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক সুমন দাশ, উত্তর সরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজন দেব,পুইছড়ী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিঠুন সুশীল মিঠু, পশ্চিম শীলকুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিকু সুশীল, কোরিয়ান স্যুজ ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড উপ সহকারি প্রকৌশলী তন্ময় চৌধুরী, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক চন্দন কর্মকার,সজীব সুশীল(এল .এল.বি.অনার্স) প্রমুখ। শ্রীমদভগবদগীতা প্রচার কমিটির অর্থ সম্পাদক মিটন সুশীলের সঞ্চালনায় সভায় বক্তারা ধর্মীয় রীতি নীতি মেনে চলার আহবান সহ প্রতিনিয়ত শ্রীমদভগবদগীতা প্রচার করার আহবান জানান।