বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যেগে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ভাবে সম্পাদনের লক্ষ্যে আঞ্চলিক পূজামন্ডপ কমিটির সাথে মত বিনিময় সভা শুক্রবার অনুষ্ঠিত হয়। পৌরসদরের গ্রীণপার্ক কনভেশন সেন্টারে বাঁশখালী উপজেলা পূজা কমিটির সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র প্রণব কুমার দাশ সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সাংসদ ও বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম পি,বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, বাঁশখালী পৌরসভার মেয়র এস.এম তোফাইল বিন হোসাইন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:কামাল উদ্দিন, পি.পি.এম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সুধীর মল্লিক রায়, লায়ন শেখর দত্ত, প্রদীপ গুহ,অধ্যাপক বাবুল কান্তি দেব, অধ্যাপক তুষার কান্তি ভারতী,স্বপন দাশ, যুগ্ম- সম্পাদক সাজু দাশ প্রমুখ।
বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু ঝুন্টু কুমার দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন পূজা কমিটির পুকুরিয়ার সভাপতি সুবল দে, কালীপুরের সভাপতি প্রকৌশলী রনি সরকার, সরলের বিজয় দাশ, চাম্বলের নিউটন দাস, নাপোড়ার রাম প্রসাদ দেব, পৌরসভার সভাপতি নির্মল রুন্দ্র, বাঁশখালী পূজা কমিটির দপ্তর সম্পাদক অমিত চক্রবর্তী, আইন বিষয়ক এড. শুভ সুশীল, সুমন দাশ সহ প্রমুখ।
সভায় বক্তারা বাঁশখালীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ভাবে সম্পাদনের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং পূজার নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহনের আহবান জানান। প্রধান অতিথি সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব সুষ্ট শান্তিপূর্ণ পরিবেশে পালনের জন্য সকলের প্রতি আহবান জানাচ্ছি।