চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার পদোন্নতি প্রাপ্তি উপলক্ষে বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার বিকেলে বাঁশখালী অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনায় অনুষ্ঠানে প্রধান অতিথিওি বিদায়ী সংবর্ধিত অতিথি কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন আক্তার।বাঁশখালী অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু সালেকের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় বক্তব্য রাখেন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ( ওসি) সাইফুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুপন নন্দী, উপজেলা প্রকৌশলী ফাহাদ বিন মাহমুদ, উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইউসুফ উদ্দীন,পল্লীবিদ্যুতের ডিজিএম রিশু কুমার ঘোষ,উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার জসিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়ার মোহাম্মদ, নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার,জলদী অভয়ারন্য রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চাম্বল বনবিট কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, উপ সহকারী প্রকৌশলী লিপটন ওম, মাস্টার জসিম উদ্দিন, সাংবাদিক প্রমুখ।
উল্লেখ্য, ২০২৩ সালের ১০ আগস্ট বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে জেসমিন আক্তার যোগদান করেন। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা এবং আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক ইমনের সহধর্মিণী। বিদায়ী বক্তব্যে জেসমিন আক্তার বাঁশখালীবাসীর দোয়া কামনা করেন এবং সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন ।বিদায়ী অনুষ্টানের শেষ পর্যায়ে বিদায়ী বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারকে বাঁশখালী উপজেলা শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন সংগঠন ও দপ্তরের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয় ।