সোমবার, ২০ মে ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ বাঁশখালী বৈলছড়ির ঢালা সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন বাঁশখালীতে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্টিত বাঁশখালীতে আওয়ামীলীগের স্বাধীনতা দিবসের আলোচনা বাঁশখালীতে মহান স্বাধীনতা দিবসে প্রশাসনের কুচকাওয়াজ ও সংবর্ধনা বাঁশখালীতে আওয়ামীলীগের জাতির জনকের জন্মদিনে আলোচনা বাঁশখালীতে জাতির জনকের জন্মদিনে প্রশাসনের আলোচনা ও পুরস্কার বিতরণ বাঁশখালীর বাহারচড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ বাঁশখালী‌তে আন্তর্জা‌তিক দু‌র্যোগ প্রস্তু‌তি দিব‌সে র‌্যালী ও আ‌লোচনা বাঁশখালীতে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালী ও আলোচনা সভা

বাঁশখালীতে নির্বাচনে আওয়ামীলীগের পথের কাটা বিদ্রোহীরা-কৌশলী প্রচারনায় বিএনপি জামায়াত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১৫২১ জন পড়েছেন

বাঁশখালীর ১৩ ইউনিয়নের নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্টিত হবে। ইভিএম নিয়ে প্রার্থীর বেফাঁস মন্তব্যে নির্বাচন স্থগিত হয় চাম্বলে। সরল ও শেখেরখীল ইউনিয়ন ছাড়া বাকি ১১ টি ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে। তারা আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের সাথে প্রতিযোগিতা দিয়ে প্রচার প্রচারনা অভ্যাহত রেখেছে। অভিযোগ রয়েছে বিদ্রোহী প্রার্থীদের সাথে একদিকে দলীয় প্রার্থীতে নানা কারণে পছন্দ না করা কর্মী ও সহ বিএনপি জামায়াত এর সমর্থন নিয়ে প্রার্থী হওয়ারা আওয়ামীলীগ বিদ্রোহীদের নানা ভাবে সহযোগিতা এবং জয়ের আশা দিয়ে নির্বাচনী মাঠে রাখতে কৌশলে বাধ্য করছে। ফলে ২০১৭ সালের ২৫ এপ্রিল নির্বাচনে বাঁশখালীর ১৪টি ইউনিয়নের মধ্যে ১০ টি আওয়ামীলীগ সমর্থিত প্রাথীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। এবার সে সব ইউনিয়নেও বিজয়ী হতে পারবে কিনা তা নিয়ে চলছে নানা ধরনের হিসাব নিকাশ। চাম্বলের চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরী ইভিএম নিয়ে বিরুপ মন্তব্যের কারনে নির্বাচন কমিশন চাম্বলের ভোট স্থগিত করে তার বিরুদ্ধে ৫ জুন নির্বাচনী আইনে মামলা করলে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী ৯ জুন হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের জন্য জামিন লাভ করলে ও নিন্ম আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন নেওয়ার জন্য কোর্ট নির্দেশ দিয়েছে। একদিকে দলের বিদ্রোহী প্রার্থী অপরদিকে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে চলে যাওয়াতে কঠিন হয়ে পড়েছে নির্বাচনী কায়ক্রম। এদিকে দক্ষিণ বাঁশখালীর ছনুয়া, পুইছড়ি, শেখেরখীল, গন্ডামারা ও শীলকুপে জামায়াত শক্তিশালী প্রার্থী দিয়ে সেখানে দলীয় সেতা কর্মীরা তাদের বিজয়ী করতে রাতদিন গনসংযোগ করে যাচ্ছে। অপরদিকে ছনুয়া, পুঁইছড়ি, শেখেরখীল, গন্ডামারা, শীলকুপ, সরল, বৈলছড়ি, কাথরিয়া, বাহারছড়া, কালীপুর, পুকুরিয়া ও সাধনপুর এলাকায় বিএনপি সমর্থিত একক প্রার্থী দিয়ে নির্বাচনী মাঠ সরগরম করে রেখেছে। প্রতিটি ইউনিয়নে আওয়ামীলীগের একাধিক প্রার্থী এবং দলের প্রার্থীর পক্ষে কর্মীদের আন্তরিকতার সহিত কাজ না করা এবং বিদ্রোহী প্রার্থীদের নাম সর্বস্ব বহি:স্কার করলে ও কোন ব্যবস্থা নেওয়া , সব মিলিয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা ঘরের শক্র দমাতে হিমশিম খাচ্ছে অনেকে নাম প্রকাশ না করার শর্তে জানান।

এদিকে পুকুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মো: আসহাব উদ্দিন (আনারস), মো: আক্তার হোছাইন (মোটর সাইকেল), বোরহান উদ্দিন মাহমদ নওয়াজ (নৌকা) সহ ৩ জন প্রার্থী রয়েছে। এখানে ১০টি কেন্দ্রে ২১ হাজার ৯২৫ জন ভোটার রয়েছে। সাধনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মহিউদ্দিন চৌধুরী খোকা (নৌকা), মো: আহসান উল্লাহ চৌধুরী (মটর সাইকেল), খোন্দকার মোহাম্মদ সালাহ উদ্দিন কামাল (অটোরিক্সা), চৌধুরী মিয়া মোহাম্মদ আশেক এলাহী (আনারস), আরিফ উল্লাহ চৌধুরী টিটু, সহ ৫ জন প্রার্থী। সাধনপুরে ৯টি কেন্দ্রে ১৯ হাজার ৮৬৪ জন ভোটার রয়েছে। খানখানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে মো: জসিম উদ্দিন হায়দার (নৌকা), ইছরাত জাহান পিনন (দুটি পাতা), জিয়াউল হক চৌধুরী (মোটর সাইকেল), মো: আকবর হোছাইন (চশমা) , মো: জাহেদুল হক (অটোরিক্সা), মো: নজরুল ইসলাম চৌধুরী (আনারস) , ওয়াজেদ মোহাম্মদ (ঘোড়া), সহ ৭ জন প্রার্থী। খানখানাবাদে ১০টি কেন্দ্রে ২১ হাজার ৫৯৯ জন রয়েছে। বাহারছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে অধ্যাপক তাজুল ইসলাম (নৌকা), মোহাম্মদ লোকমান (আনারস), এম. বখতেয়ার উদ্দিন চৌধুরী (চশমা), রেজাউল করিম চৌধুরী ইউনুছ (অটোরিক্সা), মো: মুজিবুর রহমান চৌধুরী (মোটর সাইকেল), সহ ৫ জন। বাহারছড়ায় ১০টি কেন্দ্রে ২৭ হাজার ১৬৩ জন ভোটার রয়েছে । কালীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মো: শাহাদত আলম(নৌকা), আমিনুর রহমান চৌধুরী (মোটর সাইকেল), মো: নোমান (আনারস), মো: খালেকুজ্জামান (ঘোড়া), মোহাম্মদ রহিম উদ্দিন (অটোরিক্সা), কায়ছার হামিদ (টেলিফোন) চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী রয়েছে। কালীপুরে ৯টি কেন্দ্রে ২৪ হাজার ৫১০ জন ভোটার রয়েছে। কাথরিয়া ইউনিয়নে মো: শাহাজাহান চৌধুরী (ঘোড়া), মো: জয়নাল আবেদীন চৌধুরী (অটোরিক্সা), ইবনে আমিন (নৌকা), সেলিনা আকতার শেলী (আনারস),আরিফুল ইসলাম চৌধুরী (মটর সাইকেল) সহ ৫ জন। কাথরিয়ায় ৯টি কেন্দ্রে ১৬ হাজার ০৯০ জন ভোটার রয়েছে । বৈলছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে মো: কফিল উদ্দিন (নৌকা), মো: ইব্রাহিম খলিল (অটোরিক্সা), মুহাম্মদ মনছুর আলী(মোটর সাইকেল), আবদুল ওয়াহাব (আনারস), মুহাম্মদ ইউসুফ (চশমা), ৫ জন। ৯টি কেন্দ্রে ১৩ হাজার ৬৪১ জন ভোটার রয়েছে। সরল ইউনিয়নে চেয়ারম্যান পদে রশিদ আহমদ চৌধুরী (নৌকা), মো: লিয়াকত আলী তালুকদার(মোটর সাইকেল), জাফর আহমদ (অটোরিক্সা), মো: সালাউদ্দিন কাদের (আনারস), মিজানুর রহমান চৌধুরী (চশমা), সহ ৫ জন। সরলে ১১টি কেন্দ্রে ২৭ হাজার ০৬২ জন ভোটার রয়েছে। শীলকুপ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোহাম্মদ মহসিন (অটোরিক্সা), মো: কায়েশ সরোয়ার সুমন(নৌকা), মাওলানা জাফর আহমদ (চশমা), মিজানুর রহমান সিকদার (মোটর সাইকেল), মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (আনারস), ৫ জন। ৯টি কেন্দ্রে ১৭ হাজার ১৯০ জন ভোটার রয়েছে। গন্ডামারা ইউনিয়নে চেয়ারম্যান পদে মো: লেয়াকত আলী (আনারস), জেসমিন আক্তার(টেলিফোন), মো: শিহাব উল হক সিকদার (নৌকা), মাওলানা আরিফ উল্লাহ (ঘোড়া),মোহাম্মদ দিদার হোছাইন (চশমা), সেলিম উল্লাহ ( অটোরিক্সা),মো: আজিজুল হক (মোটর সাইকেল) সহ ৭ জন। গন্ডামারায় ১০টি কেন্দ্রে ২৪ হাজার ৪০০ জন ভোটার রয়েছে। শেখেরখীল ইউনিয়নে চেয়ারম্যান পদে মোহাম্মদ ইয়াছিন (নৌকা), মোরশেদুল ইসলাম ফারুকী (চশমা), ফজলুল কাদের চৌধুরী (অটোরিক্সা), শেখ মো: ফজলুল কবির চৌধুরী (মোটর সাইকেল), আতাউর রহমান (ঘোড়া),আজিজুর রহমান (আনারস) সহ ৬ জন। শেখেরখীলে ৯টি কেন্দ্রে ১৫ হাজার ৫৬৭ জন ভোটার রয়েছে। পুঁইছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে রেজাউল আজিম চৌধুরী (টেবিল ফ্যান), জাকের হোসেন চৌধুরী (নৌকা), তফাজ্জল হোসেন চৌধুরী (মোটর সাইকেল), মো: তারেকুর রহমান (অটোরিক্সা),মুহাম্মদ মুবিনুল হক (চশমা), নুর মোহাম্মদ ফরহাদুল আলম চৌধুরী (আনারস), শাকের উল্লাহ (ডাব), কবির আহমদ (ঘোড়া), মোহাম্মদ সোলাইমান (ঢোল) সহ ৯ জন। পুঁইছড়িতে ১২টি কেন্দ্রে ২৬ হাজার ২১৩ জন ভোটার রয়েছে। ছনুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে এম. হারুনুর রশিদ (মোটর সাইকেল), মো: আলমগীর কবির(ঘোড়া), মো: মুজিবুর রহমান (নৌকা), রেজাউল হক চৌধুরী (চশমা),মো: আমিরুল হক (আনারস),সাজ্জাদুল হক (ডাব), আনিছ উল হক চৌধুরী (অটোরিক্সা) সহ ৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছে। ছনুয়াতে ৯টি কেন্দ্রে ১৯ হাজার ৭১৩ জন ভোটার রয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল উদ্দিন বলেন, বাঁশখালীর নির্বাচন যাতে সুষ্ট শান্তিপুর্ণ করার লক্ষে প্রতিটি ইউনিয়নে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার এবং চিহিনত অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে। আর পুলিশ প্রশাসনের পাশাপাশি র‌্যাব ও বিজিবি দায়িত্ব পালন করবে। জনগন সম্পুর্ণ নিরনাপত্তার মধ্যে ভোট প্রদান করতে পারবে বলে তিনি জানান ।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
kallyan