আর্ন্তজাতিক মাতৃৃভাষা ও মহান একুশে ফেব্রয়ারি উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদে চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। বুধবার সকালে প্রভাতফেরী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুুষ্টান অনুষ্টিত হয়।
মহান একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি সহ বাঁশখালী উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী,উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার,বাঁশখালী থানার অফিসার্ ইনচার্জ (ওসি)তোফায়েল আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শ্যামল দাশ, ছনুয়ার চেয়ারম্যান এম,হারুনুর রশিদ, শীলকুপের চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় সাথে ছিলেন। পরে মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক শিক্ষাথীরা এ সময় পৃথক পৃথক ভাবে শ্রদ্ধা নিবেদন করে।
পরে বুধবার সকালে প্রভাতফেরী, আলোচনা সভাও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্টিত হয়। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী। উপজেলা সহকারী শিক্ষা অফিসার সৈয়দ আবু সুফিয়ান সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আবু সালেক।এ সময় অতিথি ছিলেন ও আলোচনায় অংশ নেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) তোফায়েল আহমদ, বীর মুক্তিযোদ্ধা আহমদ ছফা, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জামান,পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল কবির প্রমুখ।সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় আর্ন্তজাতিক মাতৃৃভাষা ও মহান একুশে ফেব্রয়ারি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।